সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতের মুখে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলো পুলিশ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১০ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার

শীত পড়তে না পড়তেই পুলিশের মানবিক মুখ।
শুক্রবার দিন দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গাজমের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বটতলা নাকা পয়েন্টে ২০ জন শিশুকে এবং ৩০ জন বয়স্ককে শিবিরের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।পাশাপাশি শিশুদের মধ্যে ফল বিতরণ করা হয়।পুলিশের এমন মানবিক কর্মসূচীকে ভুয়সী প্রশংসা করেন এলাকার মানুষ।এদিন স্থানীয় শিশুরা যোগা ব্যায়ামও প্রদর্শণ করে।

এদিন শীতবস্ত্র বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গাজমের,ভালুকা ফাঁড়ির ওসি শ্যাম সুন্দর সাহা, 
এ এস আই জাকির হোসেন সহ বিশিষ্টজনেরা।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গাজমের বলেন প্রশাসনের কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।তাই শীতের মরশুমে সামর্থ্য মত সহযোগিতা করলাম।এছাড়াও তিনি জানান কিছু দিন আগে থানা চত্বরে ১৫০০ জন মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।
স্থানীয় বাসিন্দা দীপক কুমার উপাধ্যায় বলেন, পুলিশের মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানাই।
আজকে আমাদের এলাকার ২০ শিশুকে এবং ৩০ জন বয়স্ককে শীত বস্ত্র তুলে দিলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ধন্যবাদ জানাই হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গাজমেরকে।

মালদা হরিশ্চন্দ্রপুর থেকে সফিকুল আলমের রিপোর্ট