সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সাথে দেখা করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার

শুক্রবার দিন রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের অন্তর্গত পিপলা আবাসিক মূখ ও বধির স্কুল ও সুবোধ কুমার মিশ্র ব্লাইন্ড স্কুল পরিদর্শন করলেন জেলা শাসক  নীতিন সিনহানিয়া। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযুষ সালনকে,হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও সৌমেন মন্ডল,হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গাজমের সহ বিশিষ্টজনেরা।
 
এদিন বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন।পাশাপাশি পড়াশুনা সামগ্রী,কম্পিউটার ল্যাব,রান্নার সামগ্রী সহ একাধিক বিষয়ে আলোকপাত করেন। বিদ্যালয়ের ছাত্রীরা জেলার শাসককে স রে যা হা সে আচ্ছা, হিন্দুস তা হামারা গানটি গেয়ে শুনান।এছাড়াও এদিন বাচ্চাদের নিয়ে রাতে নৈশভোজ করেন।

জেলা শাসক নীতিন সিনহানিয়া বলেন,আজকে আমরা পিপলা আবাসিক মূখ ও বধির স্কুল এবং সুবোধ কুমার মিশ্র ব্লাইন্ড স্কুল পরিদর্শন করলাম, স্কুলের পরিকাঠামো এবং বাচ্চাদের প্রতিক্রিয়াও ঠিক রয়েছে।পড়াশুনা, খাওয়াদাওয়া, পঠন সামগ্রী প্রতি খেয়াল রাখা হচ্ছে।এছাড়াও একটি ছাত্রী আবাস মেরামতের প্রয়োজন রেয়েছে, তা আমরা দ্রুততার সাথে করে দিবো।

মালদার হরিশ্চন্দ্রপুর থেকে সফিকুল আলম এর রিপোর্ট