নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সংসদে এআইউডিএফ
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
সংসদের বাইরে দলের সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল ও করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস
নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ এর বিরূদ্ধ প্রতিবাদে সংসদের ভিতরে বাইরে প্রতিবাদ অব্যাহত রাখছে রাজ্যের অন্যতম বিরোধী দল এআইউডিএফ । সংসদের বাইরে দলের সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল ও করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস । নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচী করেন । এর পরই বিল বিরোধী বক্তব্য করতে গিয়ে আজমল বলেন সরকারের এই বিলটি উঠিয়ে নেওয়া উচিত । এতে অসমে পরিবেশ বিনষ্ট হতে পারে । এই বিলটি অসমীয়া জাতির ক্ষতি করতে পারে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন এই বিলের মাধ্যমে দেশের সংবিধানের ধর্ম নিরপেক্ষতায় আঘাত হবে । বহু কষ্টে ও ত্যাগ শিকার করার ফলে অসম চুক্তি হয়েছিল বলে তিনি জানান।