সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার প্রতিবাদে খয়রাসোল থানায় বিজেপির বিক্ষোভ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার প্রতিবাদে খয়রাসোল থানায় বিজেপির বিক্ষোভ সমাবেশ

 সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গতকাল শনিবার উত্তরবঙ্গের দিনহাটায় উত্তরবঙ্গ সফরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সেখানে এলাকার তৃণমূল কর্মীদের হাতে হামলার শিকার হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই প্রেক্ষিতে আজ রবিবার খয়রাশোল থানার গেটের সামনে বিজেপির দলীয় কর্মীরা এক বিক্ষোভ সমাবেশ করেন। বিজেপি নেতৃত্বের বক্তব্য  তৃণমূলের নেতা উদয়ন গুহর  উস্কানিমূলক বক্তব্যের জেরেই  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের উপর হামলা চালানো হয়।কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের দিনহাটা সহ যে কোন এলাকায় এলেই তাকে কালো পতাকা এবং তার কনভয়ের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন উদয়ন গুহ বলে বিজেপির নেতাদের বক্তব্য।যার পরিপ্রেক্ষিতে তৃনমূল কংগ্রেসের কর্মীরা এই জঘন্য কাজে সামিল হতে সাহস পায়।এদিন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারন সম্পাদক টুটুন নন্দী, বিজেপির জেলা পরিষদ-২ এর সভাপতি রথিলাল সিংহ প্রমুখ নেতৃত্ব।