রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাটিহার-মালদা প্যাসেঞ্জার ট্রেনকে বনধকারীরা আঁটকাল

পুষ্পপ্রভাতের প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

কাটিহার-মালদা প্যাসেঞ্জার ট্রেনকে আঁটকে দিল বামেরা

কাটিহার-মালদা প্যাসেঞ্জার ট্রেনকে আঁটকে দিল বামেরা

হরিশ্চন্দ্রপুর,

মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনের অদূরে সকাল সাড়ে সাতটা নাগাদ কাটিহার মালদা প্যাসেঞ্জার ট্রেনকে আঁটকে দিল বামেরা।প্রায় দু'ঘন্টা আঁটকা পড়ে ট্রেনটি।উল্লেখ্য,শতাব্দী এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে মাঝপথে ।ফলে নাজেহাল অবস্থায় পড়ে নিত্য যাত্রীরা।সিপিআইএম'র মালদা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য  জামিল ফিরদৌস জানান ,আমরা সকাল সাড়ে ছ'টা থেকে সাড়ে ন'টা পর্যন্ত কোনো ট্রেনকে হরিশ্চন্দ্রপুরের মাটি দিয়ে চলতে দিইনি। আমাদেন বনধ্ কে মানুষ ব্যাপকভাবে সমর্থন করেছে। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সভাপতি জুবেদা বিবি জানান, হরিশ্চন্দ্রপুর স্টেশনে সকালের ট্রেন চলতে বাধা দিয়েছে বামেরা। তড়িঘড়ি আমার অনুগামীদের নিয়ে ঘটনা স্থানে যায়। বাম নেতৃবর্গের সাথে কথা বলে ট্রেন চলাচল স্বাভাবিক করি। মানুষের অসুবিধা কথা তাদের সামনে তুলে ধরি।এই বনধ্ মানুষ প্রত্যাখ্যান করেছে। সভাপতির এই দাবি খারিজ করে বনধ্ সমর্থকরা বলেন আমরা মানুষের কথা ভেবে এবং প্রশাসনের অনুরোধে আমরা ট্রেন চলতে দিই।এই বনধ্ মানুষের বনধ্, গণতন্ত্রের বনধ্