শুভেন্দু তোপ
দাড়িভিট স্কুলে নিহত দুই পরিবারই বিজেপির মুখপাত্র
শঙ্কর গুপ্তা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৫২ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার
রবিবার ধোলাই বস্তির সভায় শুভেন্দু
উত্তর দিনাজপুর
পরিবহন মন্ত্রী শুভেন্দু আধিকারী ইসলামপুরের দাড়িভিটের নিহত দুই ছাত্রের পরিবারের বিরুদ্ধে তোপ দাগলেন।দাড়িভিট স্কুলে নিহত দুই পরিবারই বর্তমানে বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। রবিবার ধোলাই বস্তিতে সভা করতে এসে এমনটাই মন্তব্য করেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন,আমরা নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিলাম। তাদের ক্ষতিপূরণ দিতেও চেয়েছিলাম। সি আআই ডি ঘটনার তদন্তও করছে। তবে, তারা তা নিতে অস্বীকার করেছিল। কিন্তু পরবর্তীকালে হাইকোর্টে গিয়ে তারা ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা চেয়ে মামলা করছে। পরিবারগুলি ভালো থাকুক সেটাই চান পরিবহন মন্ত্রী। ওদের যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তাদের প্রতি সমবেদনা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি,এই পরিবারগুলি হত্যা নিয়ে চিন্তিত ভাবিত নয়।তারা বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে। গতমাসে জেলাসফরে এসে প্রথমে হেমতাবাদ ও পরে চোপড়ার জনসভায় শুভেন্দুবাবু দাবি করেছিলেন ৬ জানুয়ারি দাড়িভিট স্কুলমাঠে সভা করবেন তিনি।
কিন্তু, কলকাতা হাইকোর্ট গত ৩ জানুয়ারি নির্দেশ দেয় দাড়িভিট স্কুলমাঠে কোন সভা,মিছিল হবে না। এদিনের জনসভায় জেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বেলা তিনটে নাগাদ মঞ্চে আসেন শুভেন্দু অধিকারী।
তিনি এদিন ব্রিগেডে এই জেলা থেকে নেতাকর্মীদের প্রচুর নেতাকর্মীদের অংশ নেওয়ার আবেদন করেন।