রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

SI উপর আক্রমনের প্রতিবাদে সামসেরগঞ্জে পথে নামলেন শিক্ষক সমাজ

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার


       বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিং'য়ে ধূলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা ও আক্রমন করার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন শিক্ষক সমাজ।
সোমবার বেলা তিনটে নাগাদ  সামসেরগঞ্জ এসআই অফিস থেকে মিছিল বের করেন শিক্ষকরা। বিডিও অফিসে পরিক্রমা করেন এবং দফায় দফায় মাইকে স্লোগান দেন। মিছিল করে পুরাতন ডাকবাংলা এলাকা পরিক্রমা শেষে বিডিও অফিসের গেটে বিক্ষভও দেখান শিক্ষক সমাজ। এদিন শতাধিক শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এসআই কে হেনস্থা কাণ্ডে সমস্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন সমস্ত শিক্ষক শিক্ষিকারা।

      উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার সামসেরগঞ্জ বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিং' চলাকালীন সময়ে ধূলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা, মারধর করার অভিযোগ উঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগের তীর উঠে খোদ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ, কৃষি কর্মাধক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব। এসআই'য়ের উপর আক্রমনের ঘটনায় নিন্দার ঝড় ওঠে এলাকায়। সোমবার বিকেলে সেই ঘটনার প্রতিবাদেই পথে নামেন শিক্ষক শিক্ষিকারা। সামসেরগঞ্জের বিডিওকে স্মারকলিপি প্রদান করতে গেলে স্মারক লিপি গ্রহণ করেনি এমনটাই জানালেন শিক্ষকরা।আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।