ধুলিয়ান ঈগল্স গ্রুপের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে ।
পুষ্পা প্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ইংরেজি বর্ষবরণ কে সারা বিশ্বের বিভিন্ন পদ্ধতিতে পালন করার কর্মসূচি নিয়েছে তার সাথে আমাদের দেশ ভারতবর্ষ সাথে সাথে পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তর কাকদ্বীপ থেকে কুচবিহারের প্রতিটি প্রান্তরে নতুন বর্ষকে বরণ করার প্রয়াস নিয়েছে সাংস্কৃতিক প্রেমিকা তার সাথে হাত মিলালো মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এর স্বেচ্ছাসেবী সংস্থা ধুলিয়ান ইগলস গ্ৰুপ । ইতিমধ্যেই 2022 এর শেষ সূর্যাস্ত হয়ে গেছে এখন ঘনঘটা অন্ধকার কিন্তু বিভিন্ন রাস্তায় বর্ষ উদযাপনের আলোর ঝলকানিতে। যে সমস্ত পরিবার বস্ত্রহীন ছিল তাদের বস্ত্র প্রদান এর মধ্য দিয়েই অনেক সংস্থা বর্ষবরণ কর্মসূচি হাতে নিয়েছে।
মাত্র হাতে গোনা আর কয়েক ঘন্টা ২০২২ সালকে বিদায় জানিয়ে নতুন বর্ষে শুরু হতে চলেছে ২০২৩ । আজ ঈগালস গ্রুপের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলা ধুলিয়ানে । এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নাচ গান আবৃত্তি এবং কবিতা পাঠ সহ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় । শুরু থেকেই দশকদের ভিড় ছিল চোখে পড়ার মত,। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কেটে সূচনা করেন সামসেরগঞ্জের ভূমিপুত্র বিধায়ক আমিরুল ইসলাম ,। প্রতি বছরের ন্যায় এ বছরও ধুলিয়ান ঈগলস গ্রুপে পরিচালনায় সংস্কৃত অনুষ্ঠানের কর্মসূচি।আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ এর বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি হাবিব পারভেজ, ধুলিয়ান পৌরসভার তরুণতুর্কি চেয়ারম্যান ইনজামামুল ইসলাম,১৯ নং ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণ মন্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।