শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষিদপ্তর অফিসে ডেপুটেশন কর্মসূচী বিজেপি কিষান মোর্চার তরফে।

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৭ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

কৃষি সুরক্ষা,সারের অগ্নিমূল্য,কৃষি ক্ষেএে ব্যবহৃত সারের কালো বাজারির প্রতিবাদ সহ মোট তেরো দফা দাবিতে মানিকচক ব্লক কৃষি দপ্তরে মানিকচক ব্লক বিজেপি কিষান মোর্চার তরফে ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ।বিক্ষোভ সমাবেশকে  কেন্দ্র করে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।শুক্রবার দুপুর নাগাদ একটি মিছিল করে মানিকচক ব্লক কৃষি দপ্তরে এসে হাজির হয় বিজেপি কিষান মোর্চার শতাধিক কর্মী সমর্থক।এদিনের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ভারতীয় জনতা কিষান মোর্চার মালদা জেলা সভাপতি শিব শঙ্কর পোদ্দার,দক্ষিন মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,বিজেপি নেতা শ্যাম চাঁদ ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক ব্লক মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল,সাধারন সম্পাদক হরিদাস রায়,যুব মোর্চা সভাপতি সৌমেন মন্ডল সহ অনান্যরা।এদিন কৃষি দপ্তর আধিকারিকের হাতে তেরো দফা দাবির একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে বক্তব্য দিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা গৌর চন্দ্র মন্ডল।