শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিযোগিতায় প্রথম, নীলিমা খাতুন কে পুরস্কার ও সম্মাননা কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়ের তরফে।

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০২ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ধুলিয়ান চক্রের কাঞ্চনতলা কামাত  প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী  গতকালকে ধূলিয়ান চক্রের প্রতিবন্ধীদের আবৃতি প্রতিযোগিতায়:   প্রথম হন নীলিমা খাতুন ।আর তারই উপলক্ষে  কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়  কর্তৃপক্ষ    আবৃতি প্রতিযোগিতা প্রথম হওয়ার জন্য   ধুলিয়ান পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী  খাইরুল ইসলাম ও কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ধূলিয়ান চক্রের প্রতিবন্ধীদের আবৃতি প্রতিযোগিতায়   প্রথম হওয়া ওই ছাত্রীকে পুরষ্কৃত ও সম্মানিত করা হয়   ।  আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম, বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু বারকাত শাহ আলম বিদ্যালয়ের  অভিভাবক ও অভিভাবিকাগন।

 উল্লেখ্য এই স্কুল ১৯৫৪ সালে স্থাপিত । মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে  কামাত এলাকায় অবস্থিত  । আর সেই স্কুলেই  পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে  নজর সৃষ্টি করেছিল, বিগত ২০১২ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার অর্জন করে কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয় । ২০১৮ সালে মুর্শিদাবাদ জেলার সাফল্যের সেরা স্বীকৃতি     সম্মাননা  কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়। মনে হবে না এটা প্রাথমিক বিদ্যালয় , বেসরকারীর আদলেই মতো গড়ে উঠেছে এই  কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয় । স্কুলে ছাত্র-ছাত্রীদের রয়েছে পরনে  স্কুল ড্রেস সহ বেল্ট , আই কার্ড ,টাই  এছাড়াও  ক্লাসরুমগুলি  বিভিন্ন বর্ণমালা যেমন বাংলা, ইংরেজি সহ বিভিন্ন বর্ণমালায়  সুসজ্জিত  রয়েছে, মনীষীদের  বাণী। অভিভাবক অভিভাবিকা দের জন্য রয়েছে একটি অভিযোগের বক্সও ।এক কথায় পুরো বিদ্যালয়টি  আধুনিক শিক্ষাই পরিপূর্ণ ।   

 এই বিদ্যালয়ের  পরিকাঠামো পরিষ্কার,পরিচ্ছন্নতা দেখে ছাত্র-ছাত্রীর এক অভিভাবক জানান যে - স্কুলের পরিকাঠামো দেখে  প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী ।