শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালিয়াচকে ভারত বন্ধের সমর্থনে মিছিল

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৭ এএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার

মালদহের কালিয়াচকে বনধ সমর্থনে বুধবার পা মিলাল এলাকার মানুষ। :শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করা, পেনশন বৃদ্ধি করা, সামাজিক প্রকল্পগুলির সুবিধা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে আগামী ৮ এবং ৯ জানুয়ারি দেশ জুড়ে ৪৮ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০টি শ্রমিক সংগঠন। আসন্ন সেই কর্মসূচিকে সফল করতে দেশ জুড়ে চলছে প্রচার। বুধবার বিকেলে এমনই একটি প্রচার সভার আয়োজন করে বামপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন সহ শামিল হয়েছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ করা সহ ১৭ দফার দাবি নিয়ে আগামী ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটে নামছে কেন্দ্রীয় বাম ও কংগ্রেস ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন। সেই মতে বৃহস্পতিবার মালদার কালিয়াচকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশনের ডাকে শুরু হল প্রচার অভিযান। এদিন হাজির ছিলেন সারা ভারত  ফরওআড ব্লক এর জেলা সভাপতি জাকির হোসেন, কালিয়াচক ১ব্লক সভাপতি আই.এন.টি.ইউ.সির   সাজাহান শেখ, সিপিআইএম নেতা এনামুল হক , সিপিআই (এম এল ) নেতা এব্রাহিম সেখ সহ অন্যান্যরা। এই প্রচার অভিযানটি  কালিয়াচক নজরুল ভবন থেকে শুরু করে বালিয়াডাঙ্গা মোড় আবার কালিয়াচক চৌরঙ্গী হয়ে ছায়াবানী মোড় সহ বিভিন্ন এলাকা ঘুরে চৌরঙ্গী মোড়ে এসে পথসভা করে শেষ হয়। এদিনের এই অভিযানে পা মেলান হাজার খানেক মানুষ।

    মূলত মূল্যবৃদ্ধি রোধ, সর্বজনীন গণবণ্টন ব্যবস্থা চালু, আই.সি.ডি.এস, আশাকর্মী সহ সমস্ত প্রকল্প কর্মীদের স্থায়ীকরণ এবং ভাতা বৃদ্ধি সহ ১৭ দফার দাবি নিয়ে আগামী ৮ ও ৯ জানুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাকে সাফল্য মণ্ডিত করার উদ্দেশ্যে এই প্রচার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মিছিলের নেতৃত্বগন ।সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। শ্রমিক নেতারা এদিন অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার একের পর এক যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তার ফলে খেটে খাওয়া মানুষজন এবং শ্রমিকশ্রেণি বঞ্চিত হচ্ছেন। এর প্রতিবাদেই দুইদিন ধরে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।