সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মারুতি ভ্যান করে অবৈধ কয়লা পাচার করার সময় গাড়ি সহ ২জন আটক, চন্দ্রপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

প্যাসেঞ্জার বহনযোগ্য মারুতি ভ্যান করে অবৈধ কয়লা পাচারের গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রপুর থানার পুলিশ রাস্তার পাশে অপেক্ষা করতে থাকে।মারুতি ভ্যান সামনে আসতেই পুলিশ গাড়িটি আটকে দেয়।দরজা খুলতেই দেখতে পান সিমেন্টের বস্তায় বস্তায় কয়লা ভর্তি রয়েছে সাজানো অবস্থায়।মঙ্গলবার চন্দ্রপুর থানার পুলিশ একটি মারুতি ভ্যানে থাকা অবৈধ কয়লা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে  একটি মারুতি ভ্যানে করে দুই ব্যক্তি প্রায় ১৫ কুইন্টাল অবৈধ কয়লা নিয়ে দুবরাজপুর দিক থেকে চন্দ্রপুরের দিকে আসছিল । চন্দ্রপুর থানার পুলিশ অবৈধ কয়লা সহ ওই মারুতি ভ্যানটিকে আটক করে এবং দশরথ জমাদার ও মফিজ উদ্দিন খান নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।  মঙ্গলবারেই ধৃত দুই ব্যক্তিকে সিউড়ি আদালতে পাঠানো হয় চন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে।বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।