সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধুলিয়ান পৌরসভার উদ্যোগে ভবঘুরেদের জন্য আশ্রয় ভবনের উদ্বোধন

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

এবার ভবঘুরেদের আর যত্রতত্র ঘুরে বেড়াতে হবে না, এবার তাদের জন্য আশ্রয়স্থল তৈরি করলো ধুলিয়ান পুরসভা। শহরের বিভিন্ন রাস্তা ও জনবহুল এলাকায় বেশকিছু ভবঘুরে দেখা যায় প্রায়ই । কিন্তু তাদের আশ্রয়স্থলের জন্য এতদিন কেউ উদ্যোগ নেয়নি।কিন্তু এবার ধুলিয়ান পুরসভার  ১৯ নম্বর ওয়ার্ড  এলাকায় ভবঘুরেদের জন্য এই বাড়ি তৈরি হয়। এদিন বিকেল নাগাদ ধুলিয়ান পৌরসভার প্রাঙ্গণে - আনুষ্ঠানিকভাবে ভবঘুরেদের    "আশ্রয়"য়ের দ্বারদঘটন  উদ্বোধন  করেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম,ধুলিয়ান পৌরসভার  পৌরপিতা ইনজামামুল ইসলাম ধুলিয়ান পৌরসভার কাউন্সিলরগণ । শহরের বিভিন্ন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

স্থানীয়রা বলেন, এই প্রকল্পে সরকারের মানবিক রূপ ফুটে উঠেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য নগর জীবিকা অধীনস্থ মিশন প্রকল্পে ধুলিয়ান পুরসভার ভবঘুরেদের জন্য এই আশ্রয়স্থল তৈরি করে।

পুরসভার প্রশাসক  পৌরপিতা ইনজামামুল ইসলাম বলেন, ‘১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত   ধুলিয়ান পৌরসভা প্রাঙ্গণে ধুলিয়ান শহরের ভবঘুরেদের জন্য    দ্বিতল  বাড়ি নির্মাণ করা হয়। সেখানে রাজ্য নগর জীবিকা মিশন থেকে ভবঘুরেদের থাকার জন্য ব্যবস্থা থাকবে। আজ ২৫ শে নভেম্বর ভবঘুরেদের   আশ্রয়ের শুভ উদ্বোধন হয় ।

পুরসভা তরফে জানানো হয়েছে, ভবন নির্মাণের জন্য আনুমানিক প্রায়  এক কোটি ৫০ লক্ষ টাকার  অনুমোদন করে ওই বিভাগ। ভবঘুরেদের আনুমানিক ৫ কাঠা জমিতে ৫০ শয্যা বিশিষ্ট ২ তলা ভবন নির্মান করা হয়েছে । ভবঘুরেদের শুধু থাকাই নয়, খাবার ও পোশাক সহ, চিকিৎসা,যাবতীয় দায়িত্ব নেবে ধুলিয়ান পুরসভা কর্তৃপক্ষ । তাদের দেখাশোনার জন্য একজন কর্মীও থাকবেন। তবে হ্যাঁ  ভবঘুরেদের চিহ্নিত করনের জন্য  শহরে বিভিন্ন NGO দের দায়িত্ব এমনটাই জানান  বিধায়ক।

ধুলিয়ান বাজার শহরের বাসিন্দারা বলেন,  কোথাও হাসপাতালের সামনে, ধুলিয়ান বাজার ও রেলস্টেশনে প্রায়শই বেশকিছু পুরুষ ও মহিলা ভবঘুরেকে ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের থাকার জন্য নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় রাতে যেখানে সেখানে তাঁরা ঘুমায়। ঝড়-বৃষ্টি, শীত ও গরমে তাদের কষ্ট হয়। ধুলিয়ান শহরের স্থানীয় দোকানদারদের উদ্যোগে কোনওক্রমে একমুঠো খাবার তাদের জোটে। কোনও দিন আবার জোটে না। এতদিন তাদের কথা কেউ ভাবেনি। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ  জানিয়েছেন শহরে বিশিষ্টজনেরা ।

 আজকের এই ভবঘুরেদের আশ্রয় বা বাসস্থানের    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  :সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার পৌরপিতা  ইনজামামুল ইসলাম,  উপ পৌর -পিতা সুমিত সাহা , সুপারিন্টেডিং ইঞ্জিনিয়ার সজল কুমার সরকার, সেন্ট্রাল সার্কেল এম. ই.ডি, এক্সকিউটিভ ইঞ্জিনিয়ার  এম. ই.ডি, মুর্শিদাবাদ ডিভিশন,সামশেরগঞ্জ ব্লক সভাপতি শহিদুল ইসলাম, যুব সভাপতি সুভাষ গুপ্তা,   ধুলিয়ান পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক  আলম মেহবুব ,  ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  শারিফ শেখ , সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্মচারীগণ।