মালদহের বাঙ্গীটোলা গ্রন্থাগারে চুরি
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৪৪ এএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার
মালদহের কালিয়াচক দুই নং ব্লকের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের ভারতী গ্রন্থাগারের তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটেলো । গ্রন্থাগারের গ্রন্থাগারিক রেখা গাঙ্গুলী 4/5 দিন ছুটিতে থাকার সুযোগেই এই চুরি । গ্রন্থাগারিক রেখা গাঙ্গুলী আজ মোথাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেণ । জানা গেছে গ্রন্থাগারিক রেখা গাঙ্গুলী তার পারিবারিক কারনে ৪/৫দিন ছুটি নেয়। ছুটি শেষে আজ গ্রন্থাগার খুলতে গেলেই দেখে গ্রন্থাগারের তালা খোলা, । ঘরে ঢুকে দেখে বিভিন্ন জিনিস চুরি গেছে । রেখা গাঙ্গুলী জানান , আমি তিন চার দিন ছুটিতে ছিলাম। আজ লাইব্রেরি খুলি । লাইব্রেরিতে ঢুকেই আমি দেখি আমার চারটি স্টিলেল বড় টেবিল , ২টি প্লাস্টিক টেবিল , ২৭ টি চেয়ার , চারটি সিলিং ফ্যান , আটটি ঘরি , ও গ্রন্থাগারের অগনিত বই , ম্যাগাজিন , ও গল্প বই । চুরি গেছে। গ্রন্থাগারের
মোথাবাড়ি থানার ওসি বাপন দাস জানান , এই ধরনের একটি অভিযোগ পেয়েছি । কবে চুরি গেছে তা বোঝা যাচ্ছে না । আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি ।
সম্পাদক অচিন্ত্য মিশ্র জানান , " আমাদের গ্রন্থাগারটি যেখানে অবস্হিত সেখানে প্রতিদিন জুয়া ও মদের আড্ডা বসছে । এই এলাকায় গত এক মাসে এই এলাকায় বেশ কয়েকটি চুরি হয়েছে । একই সমাজ বিরোধীরা এই কাজ করছে। পুলিশ চেষ্টা করলেই চোর বের কলতে পারবে । "