সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঞ্চায়েত নির্বাচনের আগে জল সঙ্কটের নিবারণ করলেন তৃণমূলের জেল পরিষদ সদস্য

মালদা : দেবাশীষ পাল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রোববার

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জল সঙ্কটের নিবারণ করলেন তৃণমূলের জেল পরিষদ সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম।দশকের পর দশক দলের পঞ্চাশটি পরিবারের পানীয় জলের একমাত্র ভরসা ছিল চাপাকল।সেটিও আবার মাঝে মধ্যে বিকল হয়ে পড়ত।আর সেই সমস্যার সুরাহ করলো জেলাপরিষদ সদস্য।মিটলো জল সঙ্কট।মালদা জেলা পরিষদের তহবিলে সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে পানীয় জলের সাব মার্সাল বসছে চাঁচল-১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের মুলাইবাড়ীতে।শনিবার রাতে জল প্রকল্পটির  ফিতে কেটে  শুভ শিলান্যাস করেন ১২ নং জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম।তিনি বলেন,গ্রামবাসীরা আমার কাছে দাবি করেছিলেন।তাদের দাবি মেনে কাজ করতে পেরে আনন্দ লাগছে।
মুলাইবাড়ীর বাসিন্দা মোহাম্মদ জিনতুল হোসেন বলেন,দীর্ঘদিন ধরে পঞ্চাশটি পরিবার জল কষ্টে ভুগছিলাম।জেলা পরিষদ সদস্য সেই যন্ত্রণা থেকে মুক্তি দিল।আমরা ভীষণ ভাবে খুশি।

জানা গেছে,এদিন শিলান্যাসের পাশাপাশি মুলাইবাড়ীতে একটি সভাও করা হয় তৃণমূলের সামিউলের তরফে।সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মোস্তফা কামাল,অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বারেক আলী ও তৃণমূল নেতা মোজাম্মেল হক সহ দলীয় নেতা ও কর্মীরা।