রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সামশেরগঞ্জ থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচি ।

মুর্শিদাবাদ :সাগর আলী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার

শুক্রবার দুপুরে সামসেরগঞ্জ থানার উদ্যোগে ও নেসলে ইন্ডিয়ার সহযোগিতায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে সাব ট্র্যাফিক গার্ড অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপার ড. ভোলানাথ পান্ডে, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাকির আলী, ট্রাফিক ডিএসপি শুভজিত ঘোষ, ফরাক্কার এসডিপিও আসিম খান, আইসি দেবব্রত চক্রবর্তী, সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায়, বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, নেসলে ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি অভিষেক প্রামানিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন কোভিডের সময়ে অসহায় মোট ৫০ জন সাধারণ মানুষের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে ১০ জনকে হেলমেট প্রদান ও পথসাথী ১০ জনকে সম্মমানা প্রদান করা হয়। হেলমেট পরে বাইক চালানোর বার্তা দিয়ে সচেতনতামূলক পথ নাটিকাও পরিবেশিত হয়।