শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৫ এএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার

 রাজ্য সরকারের ফ্রাঞ্চাইজের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে এস ইউসিআই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন এআইডিওয়াইও র পক্ষ থেকে বৃহস্পতিবার বীরভূমের মুরারই রেলগেট থেকে বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল, পথ অবরোধ ও  সার্কুলারের প্রতিলিপি পোড়ানো হয়।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, রাজ্য জুড়ে যখন প্রায় প্রতিদিন চাকরির দাবিতে বেকাররা সরব, তখন চাকরি দিতে ব্যর্থ সরকার তাদের নেশা গ্রস্থ জীবনের দিকে ঠেলে দেওয়ার জন্য পূর্বতন সরকারের মত মদ সহ মাদক দ্রব্যের প্রসার ঘটাচ্ছে। রাজ্যে "দুয়ারে মদ" প্রকল্প চালুর বিরুদ্ধে যুব সংগঠনের পক্ষ থেকে রাজ্য ব্যাপী  তীব্র আন্দোলন গড়ে তোলা হয়েছে। রাজ্যে প্রায় ৮৮% জনগণ যখন সরকারের এই 'দুয়ারে মদ' প্রকল্পের বিরোধিতা করছে, সেটাকে গুরুত্ব না দিয়ে সরকার  নিজস্ব মদের দোকান ফ্রাঞ্চাইসি দিয়ে খোলার সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত অনৈতিক ও অগণতান্ত্রিক।ঋনে জর্জরিত সরকারের রাজস্ব আদায়ের অন্যান্য পথ থাকা সত্ত্বেও মদ বিক্রির মাধ্যমেই রাজস্ব আদায় করতে চাইছে। সর্বনাশা এই সিদ্ধান্তের প্রতিরোধে এবং প্রত্যহারের দাবিতে জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর এক্সাইড মোড়ে গতকাল পুলিশি লাঠিচার্জ ও অত্যাচারের তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং দাবি করছি আন্দোলনের উপর পুলিশি দমন পীড়ন বন্ধ করে, বেকার যুবকদের হাতে মদের বোতল না ধরিয়ে চাকরির নিয়োগপত্র দেওয়া হোক। এদিন বিক্ষোভ মিছিল প্রদর্শন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন এআইডিওয়াইও র রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি, রাজ্য সম্পাদক মলয় পাল, বীরভূম জেলা সম্পাদক সেমীম আখতার,জেলা সভাপতি হেমন্ত হরিদাস প্রমুখ।