বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাস উৎসবকে কেন্দ্র করে রক্তদান শিবির সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের

মুর্শিদাবাদ -সাগরদিঘী :নিজস্ব সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫২ এএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

"এই পৃথিবীতে যত রকম আছে দান ,তার মধ্যে সবচেয়ে সেরা ও পবিত্র দান হচ্ছে 'রক্তদান', কারণ জীবন রক্ষার চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না ।"
 তাই "সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে ও বালিয়া অঞ্চলের নওপাড়া রাস উৎসব কমিটির সহযোগিতায় আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির । রাস উৎসবকে কেন্দ্র করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়  এবং এই  এলাকার মানুষ প্রথম রক্তদান শিবির সম্পর্কে জ্ঞাত হয় । এই শিবিরে একজন মহিলা সহ মোট 37 জন নবীন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ।ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস  বলেন রক্তের যে সংকট দেখা দিচ্ছে তার মোকাবেলা করতে এবং গ্রামের মানুষদের মধ্যে রক্তদানের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্য নিয়েই আমাদের এই রক্তদান শিবির।