শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাঁকড়তলা গ্রামে  তিন দিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার

কাঁকড়তলা গ্রামে  তিন দিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা যুব আদর্শ সংঘের উদ্যোগে কাঁকড়তলা ফুটবল ময়দানে শনিবার থেকে শুরু হলো তিন দিনের ফুটবল প্রতিযোগিতা।এলাকায় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহ প্রদানের লক্ষে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে ক্লাবের তরফে জানানো হয়। বীরভূম,পশ্চিম বর্ধমান সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের ও বিভিন্ন স্থান থেকে মোট ১৬ টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। বিজয়ী দলকে ট্রফি সহ ষাট হাজার টাকা ও বিজিত দলকে ট্রফি সহ চল্লিশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে । আগামী ৭.ই নভেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হবে।ফুটবলে শর্ট মেরে খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।এদিন খেলার মঞ্চে উপস্থিত ছিলেন  সমাজসেবী সেখ জয়নাল সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। উদ্যোক্তাদের মধ্যে সেখ ফিরতাজ ,আলাউদ্দিন,ইস্তাক, আকতার,মহিবুল,লালবাবু , সেলিম ,মানা,মফিজুল,মুনখুস প্রমুখ সদস্যদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।