সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কেঁচো খুঁড়তে কেউটে। এবার গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ!

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার

মালদাঃ-কেঁচো খুঁড়তে কেউটে। এবার গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ!  টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি দেওয়া হয়েছে। কাঠগড়ায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষ। 
        বিজেপির দক্ষিণ মালদা সংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বলেন ১১ জনকে নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। আমরা এই নিয়ে জনস্বার্থ মামলা করব। এর পেছনে রয়েছে পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ কৃষ্ণকলি বসু ঘোষ।
প্রায় ৬২ লক্ষ টাকার লেনদেন হয়েছে। আমরা জনস্বার্থ মামলা করব।
অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শক্তি পাত্র, তিনি বলেন আমাকে অন্ধকারে রেখে কৃষ্ণকলি বসু ঘুস খেয়ে কে এই নিয়োগ কমিটিতে যুক্ত করে এই নিয়োগ করা হয়েছে। আমি অন্ধকারে ছিলাম। 
বিজেপি কি বলল তাতে আমার কিছু বলার নেই যদি তদন্ত হয় তাহলে হবে দাবি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির।