রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

 

রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দুপুরে এক প্রতিক্রিয়া তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) ভীষন অসুস্থ। হুইল চেয়ারেও বসতে পারছেন না। এটা অমানবিক।

এর আগে বেলা পৌনে ১২টায় নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে স্থাপিত আদালতে নেয়া হয়।

জাহো/বিএস