রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

নামেই হসপিটাল এমনি ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায় বামনগোলা ব্লকে জগদ্দলা গ্রামপঞ্চায়েতের কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৬ এএম, ২৯ জুন ২০২২ বুধবার | আপডেট: ১০:২৬ এএম, ২৯ জুন ২০২২ বুধবার

মালদাঃ-নামেই হসপিটাল এমনি ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায় বামনগোলা ব্লকে জগদ্দলা গ্রামপঞ্চায়েতের কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, এই স্বাস্থ্যকেন্দ্রে নেই কোন প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই কোন চিকিৎসক, প্রায় এক বছর ধরে বন্ধ চিকিৎসা।চিকিৎসা বন্ধ বলে অভিযোগ। বন্ধ বলা ভুল চিকিৎসক আছে বর্তমানে গুরুপ ডি কর্মী এখন ডাক্তার বাবু হয়ে বসেছেন  হোমিওপ্যাথি চিকিৎসা চালাচ্ছেন গ্রুপ-ডি কর্মী এমনই ছবি ধরা পরল ক্যামেরায়। এলাকাবাসী অভিযোগ  এই স্বাস্থ্যকেন্দ্রে তিন জন গুরুপ ডি কর্মী, তাদের মধ্যে একজন হোমিওপ্যাথিক দ্বায়িত্বে রয়েছেন। প্রায় এক বছর ধরে অ্যালাপথি বিভাগ বন্ধ হোমিওপ্যাথি চিকিৎসা চললেও ডাক্তারবাবু নেই তার পরিবর্তে সম্পূর্ণ হোমোপ্যাথিক চিকিৎসা চালাচ্ছেন গ্রুপ ডি কর্মী রীতিমতো ডাক্তারি মতে ওষুধ দিচ্ছেন গ্রুপ ডি কর্মী রঞ্জিত দাস, বলেন ডাক্তারবাবু ছুটিতে রয়েছে ডাক্তারবাবু বলে গেছেন তিনি যেন রোগী দেখেন কিন্তু গ্রামবাসীর অভিযোগ গ্রুপ ডির কর্মী কি করে চিকিৎসক চেয়ারে বসে চিকিৎসা চালায় এই নিয়ে অভিযোগ তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে এলাকাবাসী বলেন ব্লক প্রশাসন বি এমএইচ, সিএমএইচ কে লিখিত  অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি কোন জরুরী চিকিৎসার জন্য ছুটে যেতে হয় মদিপুকুর হসপিটালের নয় তো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।