শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সদাইপুর থানার পক্ষ থেকে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২১ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

সদাইপুর থানার পক্ষ থেকে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। সেই ঈদ দীর্ঘ একমাস কেয়াম সাধনা,রোজা তথা উপবাস পালন করার পর আসে খুশীর উৎসব ঈদ।ধনী দরিদ্র সমস্ত পরিবারের লোকজন সাধ্যমত চেষ্টা করে নতুন বস্ত্র পরিধানের।অসহায় দুঃস্থ পরিবারদের পাশে দাড়াতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন,ব্যাক্তি বিশেষ  ও এগিয়ে আসেন তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে।সাহায্য করতে দেখা যায় নতুন বস্ত্র,ইফতার সামগ্রী,টাকা পয়সা সহ বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।বৃহস্পতিবার ২৬ রোজা,২৭ শের রাত, বিশেষ দিক নিদর্শন করে যাহা শবে কদরের রাত নামে পরিচিত।সেই দিনটিকে সামনে রেখে তথা আসন্ন ঈদ উপলক্ষে সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞার উদ্যোগে এবং স্থানীয় থানার পুলিশের পক্ষ থেকে সদাইপুর থানা এলাকার ১৫০ জন ব্যাক্তির হাতে নতুন বস্ত্র ও ইফতার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য বীরভূম জেলা পুলিশের এক আন্তরিক প্রয়াশ স্পর্শ নামক কর্মসূচির মাধ্যমে ইতিপূর্বে জেলার বিভিন্ন থানার ব্যবস্থাপনায় অসহায় মানুষের কাছে তোলে দেওয়া হয় বস্ত্র কখনোবা শীতবস্ত্র সামগ্রী। আজকে ও দেখা যায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে সদাইপুর থানার একটি আন্তরিক প্রয়াশ "স্পর্শ " - নামক ছাপানো থলের মধ্যে নতুন বস্ত্র ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয় থানার বিভিন্ন পুলিশ আধিকারিক ও পুলিশ সহকর্মীদের হাত দিয়ে। রোজা খোলার মুহুর্তে ইফতার সামগ্রী এবং আসন্ন ঈদ উৎসবের প্রাক্কালে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই উক্ত পরিবার গুলিতে খুশীর হাওয়া। পাশাপাশি জনমানসে ও পুলিশের মানবিক কাজে প্রশংসা করেন।