সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চিকিৎসা করাতে এসে মৃত্যু কোলে ঢলে পড়ল নুরপুরের আবেদিনের

হক ইমাম জাফর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

চিকিৎসকের প্রাইভেট চেম্বারে চিকিৎসা করাতে আসার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল এক রোগীর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে মালদা শহরের পিরোজপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই রোগীর নাম আবেদিন মিয়াঁ (৬০)। তার বাড়ি মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের সবজি পাড়ায়। আবেদিন পেশায় একজন সবজি বিক্রেতা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আবেদিন শ্বাসকষ্টের রোগী। রবিবার রাতে চরম শ্বাসকষ্ট হয়েছিল। সে কারণে এদিন মালদা শহরের পিরোজপুরে এক  চিকিৎসকের প্রাইভেট চেম্বারে  চিকিৎসা করাতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আবেদিনের বৌমা আফসানা বিবি। অসুস্থ আবেদিনকে বাসে করে মানিকচক থেকে মালদার রথবাড়িতে নিয়ে আসেন। তারপর তারা একটি টোটো করে ওই চিকিৎসকের চেম্বারে দিকে যাচ্ছিলেন। কিন্তু পিরোজপুরের কাছেই মারাত্মক অসুস্থ হয়ে টোটোর উপরেই তিনি লুটিয়ে পড়েন। টোটো চালক তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।