খালেদা জিয়াকে কারাগারে স্থাপিত আদালতে নেয়া হয়েছে
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১১:০৭ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নাইকো দুর্নীতি মামলার শুনানিতে হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে নাজিম উদ্দিন রোডে স্থাপিত পুরনো কারাগারের ভেতরে বসানো আদালতে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৪০মিনিটে তাকে কারাগারে নেয়া হয়। বেলা সোয়া ১১টার পর তাকে বিএসএমএমইউ থেকে কারাগারের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়।
তবে এই আদালতে হাজিরা শেষে খালেদা জিয়াকে আবারও বিএসএমএমইউতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকি এই কারাগারে যেখানে তিনি আগে ছিলেন দোতলার সেই কারাকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তা নিশ্চিত করতে পারেননি কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
তিনি জানিয়েছেন, ‘খালেদা জিয়াকে পুরাতন কারাগারে স্থাপিত আদালতে আনা হতে পারে। আনার পর আদালতে শুনানি শেষে কারাগারেই রাখা হবে নাকি হাসপাতালে নেওয়া হবে তার সিদ্ধান্ত হয়নি।’
বিএসএমএমইউ এর একটি সূত্র জানায়, খালেদা জিয়া এখন শারীরিকভাবে খানিকটা সুস্থ বোধ করায় এরই মধ্যে তাকে ছাড়পত্র দিয়েছে বিএসএমএমইউ। এ কারণে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার কারণে নাজিম উদ্দিন রোড ও এর আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
জাহো/বিএস