বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

২ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে করোনা আক্রান্তদের ত্রাণ বিতরণ বীরভূমে

নিজস্ব সংবাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ইতালিয় ও ভারতীয় দুই স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে বীরভূমের রাজনগরের বিভিন্ন গ্রামে করোনা আক্রান্তদের ত্রাণ বিতরণ করা হল। ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসোনে ক্যালকাটা অনলুসের আর্থিক সহযোগিতায় এবং রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার রাখী ব্যানার্জীর ব্যবস্থাপনায় রাজনগরের পাঁচটি অঞ্চলের বিভিন্ন গ্রামে করোনা আক্রান্ত দুঃস্থ ব্যক্তিদের ত্রাণ বিতরণ করা হল। ত্রাণ হিসেবে মুসুরি, সোয়াবিন, ডিম, বিস্কুট, হরলিক্স, ORS , সরষের তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। এই করোনা পরিস্থিতিতে এলাকার মানুষ কাজহারা হয়ে পড়েছেন। এর ওপর আবার করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই যে সব দুঃস্থ অসহায় মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছেন তাঁদের আর্থিক অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। তাঁদের কথা ভেবেই ভারত ও ইতালির এই দুই স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এল। রাজনগর অঞ্চলের বিভিন্ন গ্রামের করোনা আক্রান্তদের ত্রাণ বিতরণ করে তাদের সমস্যা কিছুটা হলেও দূর করার প্রয়াস করেছে এই দুই স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা আক্রান্তদের ত্রাণ বিতরণ কালে  রিওয়ার্ডের তরফে উপস্থিত ছিলেন সভাপতি রাজু রায় সহ এমেল হেমরম, রতন টুডু ও খান আরশাদ ।