শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবারের সদস‍্যদের লক্ষ্য করে গুলি আততায়ীদের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

মালদাঃ-গ্রামীণ সড়কের ধারে মাটির কাচা বাড়ি। অভাবের তাড়নায় ইটের জানলাটিও মেরামত করা সম্ভব হয়নি দিনমজুরের।তার মধ‍্যেই পরিত‍্যক্ত জানলার সুযোগে ঘটে গেল এক ঘটনা।ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে পরিবারের সদস‍্যদের লক্ষ্য করে গুলি আততায়ীদের।অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের সদস‍্যরা।গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা।এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে মালদহের চাঁচল-২ নং ব্লকের মালতীপুর পঞ্চায়েতের সাঞ্চিয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাঞ্জিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তির নাম সাগর সরকার,পেশায় ট্রাক্টর চালক। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে,শুক্রবার গভীর রাতে নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে ছিলেন সস্ত্রীক এক সন্তান নিয়ে।তারমধ‍্যেই ঘরে মধ‍্যে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের।পরিবারের সদস‍্যদের হইচইয়ে ভিড় জমান প্রতিবেশীরাও।

ঘটনায় পরিবারের সদস‍্য সাগর সরকার জানান,বাড়িতে ঘুমিয়েছিলাম।হঠাৎ বিকট শব্দ পায়।ভাবলাম টিভি বা ফোন ব্লাস্ট হয়েছে।তবে তা নয়।তারপর দেখি কার্তুজের খোল ঘরের মেজেতে পড়ে রয়েছে।সাগরের প্রাথমিক অনুমান,এলাকার প্রতিবেশীর সাথে পুরোনা জমি সংক্রান্ত বিবাদ রয়েছে।তার জেরেই এই ঘটনা বলে তার অনুমান।

সাগরের স্ত্রী তনুশ্রী মন্ডল সরকার জানান,সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলাম।হঠাৎই বিকট আওয়াজ শুনতে পাই ঘরের মধ‍্যে।তারপর দেখি ঘরে নীচে লোহার কি যেন একটা পড়ে রয়েছে।আমরা রীতিমতো আতঙ্কিত।পুলিশে অভিযোগ জানাব।

হঠাৎ এমন ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে সাঞ্চিয়া গ্রামে।আতঙ্কগ্রস্ত পরিবারের সদস‍্যরাও।ঘটনার খবর পেয়ে সকালেই সাঞ্চিয়া গ্রামে ওই বাড়িতে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।এনিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে সাগর সরকার।এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে সাঞ্চিয়া এলাকা।
পুলিশ জানিয়েছে,অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে।আপাতত পুলিশ তার বাড়িতে গিয়ে ঘটনা স্থল খতিয়ে দেখেছে।