শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিশ্রুতি পূরণ কৃষকদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

মালদা,ঃ-প্রতিশ্রুতি পূরণ!কৃষকদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী।ফের তৃতীয় বারে ক্ষমতাই আসার একমাস পরেই রাজ‍্যের কৃষকদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষনা করেছে রাজ‍্য সরকার।গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীলসাদা নবান্নের সভাঘরে কৃষকদের জন্য ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন।এবার থেকে কৃষকবন্ধু প্রকল্পের ভাতা ৫ হাজার থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।কৃষক বন্ধু প্রকল্পের ভাতা দ্বিগুণ  বৃদ্ধি হওয়ায় খুশি মালদা জেলার চাঁচল মহকুমার কৃষক বন্ধুরা।আকাশে থেকে যেন চাঁদ পড়লো কৃষকদের হাতে।

দ্বিফসলীর পরিচর্যার আর্থিক সঙ্কট থেকে  মুক্ত হওয়ার অনুমান করছে কৃষকরা।পাশাপাশি ১৮-৬০বছর বয়সি কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে পরিবারকে সরকার এককালীন দুই লক্ষ্য আর্থিক অনুদান হিসেবে দিয়ে থাকে রাজ্য সরকার।সে তো থাকছেই তবে ফের ভাতা বৃদ্ধিতে খোশ মেজাজে দেখা যাচ্ছে চাঁচল মহকুমা এলাকার ৬ টি ব্লকের চাষীদের।মূলত চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর,চাঁচল ও রতুয়া এলাকার মানুষের মূল পেশ কৃষিজীবি।

কৃষি দপ্তর সূত্রে খবর, চাঁচল-১ নং ব্লকে ১০,৫০০ হেক্টর জমিতে চাষ হয়ে থাকে।তবে বেশিরভাগই জমিতে ধান চাষ হয়।এছাড়া অর্থকরী ফসল পাট,ভুট্টা,সরষে,গম চাষ হয়ে থাকে।তবে নদী তীরবর্তী এলাকা গুলিতে সব্জী চাষ হয়ে থাকে।যার পরিমাণ চাঁচলে প্রায় ২৫০ হেক্টর জমি আনাজ প্রধান।

চাঁচল মহকুমার সাঞ্জীব মৌজার কৃষক মোহাম্মদ আবুবক্করের মুখে শোনা গেল মুখমন্ত্রীর ভূয়সী প্রশংসা।তিনি বলেন,ফসলের ফলন নিয়ে আমরা রীতিমতো পরিচর্যা করে থাকি।তাছাড়া ফসল উৎপাদন বৃদ্ধির জন‍্য ‌ইউরিয়া,পটাশ,ফসফেট,
পোকা মুক্ত করার জন‍্য কীটনাশক প্রয়োগ ও  বিভিন্ন ভাবে আর্থিক ব‍্যয় করতে হয়।এছাড়াও সময় মতো জমিতে শ্রমিক লাগিয়ে কাজ করানো হয়ে থাকে।সবটাই অর্থের উপর নির্ভরশীল চাষীরা।
তবে এক লাফে ভাতা দ্বিগুণ করলো পশ্চিমবঙ্গ সরকার।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষক আবুবক্কর সহ চাঁচল মহকুমার ০৬  টি ব্লকের লক্ষাধিক কৃষকরা।মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জ্ঞাপণ করেছে সকলেই।এদিকে মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ‍্যক্ষ রফিকুল হোসেন অঙ্গীকার করে বলেন,মাননীয় মুখ‍্যমন্ত্রী কথা রাখছেন।রাজ‍্যে প্রথম বার ক্ষমতাই এসেই কৃষকদের নিয়ে মুখ‍্যমন্ত্রীর ভাবনা শুরু হয়েছে।কৃষকদের স্বনির্ভর করার লক্ষ‍্যে নানা প্রয়াস চালিয়ে যাচ্ছে।ভাতা দ্বিগুনের কথা ঘোষনা করেছে রাজ‍্যে সরকার।জেলার প্রতিটি ব্লকের কৃষি আধিকারিকের সাথে তিনি যোগাযোগ রাখছেন।রফিকুল বলেন, মালদা জেলায় প্রায় ২,৯৯০০০ উপভোক্তা কৃষক বন্ধুর আওতায় এসেছে। নথি গরমিলের জন‍্য আরোও বহু কৃষক কৃষক বন্ধুর আওতায়  আসতে পারছে না।তাদেরও লক্ষ‍্য পূরণে সহযোগিতা করা হচ্ছে।মুখ‍্যমন্ত্রী একলাফে ভাতা দ্বিগুন করাতে চাষীরা ফসল উৎপাদনে আগ্রহী হবে বলে মনে করছে কৃষি দপ্তর।