সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাম কৃষ্ণমণ্ডল সকলের কাছে এখন কৃষ্ণ বাবু হিরো।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

মালদা : নাম কৃষ্ণমণ্ডল। ইংরেজবাজার পৌরসভার ২৯ টি ওয়ার্ডের ওলি থেকে গলি যেখানেই যাবেন আট থেকে আষি সকলের কাছে এখন কৃষ্ণ বাবু হিরো। লকডাউন ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত প্রতিদিন তিনি নিজস্ব উদ্যোগে দুপুর এবং রাত্রে খাবার পৌঁছে দিচ্ছেন টোটো তে করে। রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নয় একজন সমাজসেবী হিসেবেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। তাইতো তারে উদ্যোগকে সাধুবাদ জানাতে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাজির হয়েছেন তার বাড়ির সামনে ভোজনালয়ে। ঠিক সেই রকমই শনিবারও তার এ উদ্যোগকে সাধুবাদ জানাতে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি। তিনিও আজ এই ভোজনালয়ে উপস্থিত হয়ে তাঁর এই উদ্যোগ দেখে হতবাক হয়ে যান। তিনি জানান, কৃষ্ণ মন্ডল কে দেখে মনে হচ্ছে এখনো মনুষত্ব জেগে আছে। যেমন তেমন করে খিচুড়ি রান্না নয় তিনি যে খাবার দুবেলা পরিবেশন করেন অসহায় মানুষদের মধ্যে হয়তো আমরা সেই খাবার বাড়িতেও খাইনা। শুধু তাই নয় খাবারের মেনুতে কোনদিন সাদা ভাত কোনদিন খিচুড়ি সবজি তার পাশাপাশি সপ্তাহে একদিন ডিম মাংস এবং পোলাও দেওয়া হয়।