মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বপ্ন হয় লাশ ( নাজমাতুল লায়লা )

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

স্বপ্ন গুলো আজ কোন পথে হারিয়ে যায়,,, মানব জাতি খুবড়ে খায় আজ করোনা নামক মরণ ঘাতক গুপ্ত ভাইরাসl স্বপ্ন আজ মৃত্যু মিছিলে শোকাবহ শবযাত্রা, চারিদিকে অগণিত লাশের পাহাড় আকাশ বাতাস আতঙ্কে ভারাক্রান্তl বুকের মাঝে অজানা ভয়, কি জানি কি হয়! অনিশ্চিত ভবিষ্যৎ গুনে যাই কপালের ভাঁজে হেরে যাই নিয়তির কাছে যেন পরাজিত সৈনিক l প্রকৃতিও আজ অসহায় মনুষ্য অত্যাচারে সমস্ত বিশ্ব আজ আতঙ্কে দিশেহারা,,, অগণিত লাশের পাশে দাঁড়িয়ে দেখছি মৃত্যুর পদধ্বনি, স্বজনহারা বোবা কান্নাl দাবানলের দাবদাহে ধুকে ধুকে গ্রাস করেছে জনপদ লোকালয়, নিজের ঘরে নিজেই বন্দীl অদৃশ্য শত্রুর কাছে হেরে যায় দৃশ্যমান শক্তি এ ' যেন শেষ নিঃশ্বাস ! কেউ কারো নয়, নিজের জীবন নিয়ে ব্যস্ত সবাই,,, যেন মৃত্যুর সাথে জীবনের অসম লড়াই যেন ঢাল - তলোয়ার বিহীন যুদ্ধের ময়দান! হয়তো একদিন থামবে তুফান, থেমে যাবে স্রোত,,, বন্ধ হবে অপমৃত্যুর লাশের বহর,,, তবু ইতিহাসের পাতায় ক্ষতচিহ্ন আর রক্তের দাগ রয়ে যাবে স্বজন হারানো সজল চোখের জলে l