শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিওয়ার্ডের তরফে রাজনগরে অলচিকি ভাষায় করোনা বিষয়ক প্রচার

নিজস্ব সংবাদদাতা, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৬ জুন ২০২১ রোববার

রিওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসোনে ক্যালকাটা অনলুসের আর্থিক সহায়তায় ট্যাবলো সহকারে রাজনগরের ভবানীপুর অঞ্চলের গুরকাটা, বেলবুনী, করঞ্জাবুনি, তারাশোল, সহ বেশ কয়েকটি আদিবাসী গ্রামে অলচিকী ভাষায় করোনা বিষয়ে সচেতন করা হল। করোনা ভাইরাস থেকে রেহাই পেতে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করতে বলার পাশাপাশি , করোনার উপসর্গ দেখা দিলে কি করতে হবে এবং ভ্যাকসিন সমন্ধে অলচিকি ভাষায় গ্রামবাসীদের বোঝান রিওয়ার্ড এর সদস্যরা। আগামী কয়েদিন ধরে রাজনগর ব্লকের সমস্ত আদিবাসী গ্রামগুলিতে অলচিকি ভাষার এই প্রচার চালানো হবে বলে জানিয়েছেন রিওয়ার্ড এর কর্ণধার রাখী ব্যানার্জি। রিওয়ার্ড এর এই সচেতনতা মূলক প্রচারে উপস্থিত ছিলেন রিওয়ার্ড এর সভাপতি রাজু রায়, ইমেল হেমরম, রতন টুডু, খান আরশাদ, বুধন টুডু প্রমুখ।