ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এস ইউ সি আই নেতৃত্ব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০২ পিএম, ৩০ মে ২০২১ রোববার
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ সম্প্রতি ঝড়ের জলোচ্ছ্বোসে হুগলি ও হলদি নদীর তীরবর্তী হলদিয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। কয়েক হাজার মানুষ বিপর্যস্ত। এখনো জল না নামায় বহু ত্রাণশিবিরে হাজার হাজার মানুষ এখনো আশ্রয় নিয়েছেন। এখনকার পরিস্থিতি পর্যবেক্ষণে রবিবার এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের এক প্রতিনিধি দল হলদিয়া পৌরসভার ২১ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড সহ নানান এলাকা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ দলে ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব মাইতি, হলদিয়া লোকাল কমিটির সম্পাদক নারায়ণ প্রামানিক, ছাত্রনেতা শ্যামসুন্দর দাস, সংগঠক শম্ভু মান্না প্রমূখ ।
এলাকায় নানান সমস্যায় মানুষ রয়েছেন। ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ায় বাড়ি ফিরতে পারেনি বেশির ভাগ মানুষ। ধান-চাল-সবজি-বরোজ , পুকুরের মাছ,বাড়ির অন্যান্য নিত্যব্যবহার্য সামগ্রী জলে ভেসে নষ্ট হয়ে গেছে। চাল পচে নষ্ট হওয়ায় মানুষ ফেলে দিচ্ছে। এলাকার দুষিত জল জমে আগামী দিনে নানান অসুখের আশঙ্কায় নাগরিকরা তঠস্থ। কিছু জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থার দেওয়া খাওয়ার জন্য লাইন দিচ্ছে।
হলদিয়ার বিধ্বস্ত এলাকায় পর্যবেক্ষণে পর প্রণব মাইতি বলেন,অবিলম্বে এই দুর্গত এলাকায় পানীয় জল, খাদ্য, পুনর্বাসন, চিকিৎসার ব্যবস্থা করা দরকার। আমরা প্রশাসনের কাছে দাবি করছি, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দলমত নির্বিশেষে ক্ষতিপূরণ দ্রুতপায় সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুতে হবে। এর পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সাথে এস ইউ সি আই দলের বিভিন্ন গণসংগঠন ইতিমধ্যে ত্রাণকার্যে নেমেছেন।