শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরাকের বদরপুরে করোনার তান্ডব প্রতিদিন কেড়ে নিচ্ছে অনেক প্রাণ।

আবুল সাহিদ শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২৩ মে ২০২১ রোববার

বরাকে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ।তার সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বদরপুরে মৃত্যুর তাণ্ডব থেমে যাওয়ার নাম ও নিচ্ছে না। প্রতিদিন কেড়ে নিচ্ছে অনেক প্রাণ বৃদ্ধা থেকে শুরু করে যুবক রোজ শোনা যাচ্ছে মৃত্যুর খবর, পাওয়া খবর অনুসারে দুই দিনে মৃত্যু হয়েছে ৮ থেকে ১০ জনের। আজ সকালে সৌদি প্রবাসী ছুটিতে বাড়িতে এসেছিলেন কিন্তু ফিরে যাওয়া হলো না কর্মস্থলে অবশেষে মহামারী করোনা কেড়ে নিল করিম উদ্দিন নামে এক যুবকের প্রাণ । যতটুক খবরে জানা গিয়েছে অনেক মানুষের জ্বর হচ্ছে কিন্তু তারা পরীক্ষা না করে বাজার থেকে এনে খাচ্ছেন হাই পাওয়ারের এন্টিবায়োটিক ওষুধ যার ফলে জ্বর কমে যাচ্ছে কিন্তু লিভারে ইনফেকশন থেকে যাচ্ছে ও অক্সিজেন লেভেল কমে যাচ্ছে এর কারণে অনেক মানুষ শেষ বেলায় হাসপাতালে দ্বারস্থ হচ্ছেন কিন্তু কোন কাজ আসছে না এরইমধ্যে আশার আলো দেখাচ্ছে বদরপুর জামাতে ইসলামী হিন্দ। ইতিমধ্যে এই সংগঠন হেল্প ডেক্স খুলে অনেক অসহায় মানুষদের সাহায্য করতে সক্ষম হয়েছে এই কারণে এই সংগঠন অনেক প্রশংসা পত্র হয়েছেন। এদিকে এই কাজে বিনা প্রচারের আলো এসে জীবনের ঝুঁকি রেখে মানুষকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছে বদরপুরের তরুণ সাংবাদিক রাজ আদিত্য দাস ও । এদিকে বিভিন্ন মহল অভিযোগ করছেন বিগত বিধানসভা নির্বাচনের আগে দলীয় প্রার্থিতের আশায় সমাজসেবী বলে বদরপুরের আনাচে-কানাচে ঘুরাফিরা করছিলেন তারা আজ কোথায়

বদরপুরের মানুষের আশা শীঘ্রই কালো মেঘ ঝরে যাবে এবং আশার আলো দেখতে পাবে বদরপুরের মানুষ।