কোভিড মোকাবিলায় সামগ্রী প্রদান রাজনগর গ্রামীণ হাসপাতালে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৩ এএম, ২৩ মে ২০২১ রোববার
ইতালির মিসোনে কালকাটা অনলুস ও রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
তরফে বীরভূমের রাজনগর গ্রামীণ হাসপাতালে কোভিড মোকাবিলার সামগ্রী প্রদান করা হল। কোভিডের দ্বিতীয় ঢেউকে রুখতে রাজনগর গ্রামীণ হাসপাতালে কিছু কোভিড মোকাবিলার সামগ্রী তুলে দেওয়া হল স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসোনে কালকাটা অনলুসের আর্থিক সহায়তায় ও রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বীরভূমের রাজনগর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষকে বেশকিছু N-95 মাস্ক , কয়েক লিটার স্যানিটাইজার, থার্মোমিটার, অক্সিজেন মাস্ক, ৩০টি পিপি কিট তুলে দেওয়া হলো। মিসোনে ক্যালকাটা অনলুসের ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর তথা রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার রাখী ব্যানার্জি হাসপাতালের BMOH ডক্টর কুমারেশ ঘোষকে এসব সামগ্রী তুলে দেন। ডক্টর কুমারেশ ঘোষ এই করোনা আবহে এইসব সামগ্রী পেয়ে ধন্যবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থাকে। উপস্থিত ছিলেন BMOH ডক্টর কুমারেশ ঘোষ, রাজনগর হাসপাতালের স্বাস্থ্যকর্মী তন্ময় মুখার্জী ও শৈলেন মন্ডল। রিওয়ার্ড এর পক্ষে উপস্থিত ছিলেন কর্ণাধার রাখী ব্যানার্জী সহ রাজু রায়, এমেল হেমরম ও খান আরশাদ ।