সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজ্য সরকারের উদ্যোগে শুরু হলো ব্লক ব্লকে টিকা করন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২২ মে ২০২১ শনিবার

 মালদাঃ-রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে  টিকাকরণ কর্মসূচি। রাজ্যের জেলার বিভিন্ন ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে  আপাতত করোনা টিকা হিসাবে কোভিশিল্ড দেওয়া হচ্ছে।সরকারি নিয়ম মেনে নিয়ে বর্তমানে ১৮থেকে ৪৫ বয়সের থাকা ব্যাক্তিদের মধ্যে প্রথম ডোজ কোভিশিল্ড দেওয়া হয় শুরু হয় ব্লক গুলিতে। অন্যন জায়গার সাথে এদিন মালদহের হবিবপুর ব্লকের শুরু হয়েছে টিকাকরনের কাজ এদিন ব্লক স্তরের সংবাদিক সহ ব্লকের সমস্ত জায়গায় ব্যবসায়িক ও গাড়ি চালকদের,সহ ব্লক স্তরের কর্মী রয়েছে তাদেরও এই টিকা দেওয়া কাজ চলছে। শনিবার সকালে থেকে হবিবপুর ব্লকের জিতু মঞ্চে এই টিকাকরনে কাজ শুরু হয়। এবিষয়ে হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতিক সাহা বলেন, রাজ্য সরকারের উদ্যোগে এই টিকাকরনের কাজ শুরু হয়েছে,হবিবপুর ব্লকের বর্তমানে এক হাজার টিকা এসেছে এই টিকা তিন দিন দেওয়া হবে আজ তার প্রথম দিন এই টিকা মূলত গাড়ি চালক, সাংবাদিক, বাজারে দোকানদারদের এবং ব্লকের কর্মী রয়েছে তাদের এই টিকা দেওয়া হছে এই টিকা রাজ্য সরকারের উদ্যোগ দেওয়া হছে।