সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছালেন বদরপুরের সাংবাদিকরা

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৯ মে ২০২১ বুধবার

আবারও বদরপুর প্রেস ক্লাব ও বদরপুর প্রেস অ্যাসােসিয়েশনের মানবিক পদক্ষেপ । দীর্ঘ এক সপ্তাহ পর হাসপাতালে পৌঁছনাে হল ৮০ বছরের এক বৃদ্ধাকে । নাম বাসন্তী সূত্রধর।বাড়ি বদরপুরঘাট কালাইরবন্দ এলাকায় । গত এক সপ্তাহ থেকে বার্ধক্যজনিত রােগে বিছানায় শয্যাশায়ী তিনি । সােমবার বদরপুর প্রেসক্লাবের এক সদস্যের কাছে ফোন আসে । খবর পেয়ে তখন বদরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সেলিম আহমদ , পিন্টু শুক্লবৈদ্য , বদরপুর প্রেস অ্যাসােসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাজাদিত্য দাস , কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম মুন্না ও স্থানীয় এসডিআরএফ কর্মী রাহুল নাথ ও অশােকরঞ্জন নাথকে সঙ্গে নিয়ে পিপিই কিট পরে বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় শ্রীগৌরী হাসপাতালে নিয়ে আসেন । এখান থেকে চিকিৎসকরা এই বৃদ্ধাকে কচুয়াদমে পাঠিয়ে দেন । স্থানীয় কেউ এই কাজে সহায়তা না করায় তাঁরা এদিন ক্ষোভ প্রকাশ করে । বলেন , মানুষ মানুষের জন্যই । দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে যদি কেউ এগিয়ে না আসেন তবে কখন আসবেন ? তাই মানবতাকে জিইয়ে রাখতে বদরপুর সাংবাদিকদের কাছ থেকেও শিক্ষা নেওয়ার প্রয়ােজন রয়েছে স্থানীয়দের । উল্লেখ্য , কিছুদিন আগে মিশন রােড আজমল ভবনে এক ইফতার মাহফিলে বদরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে , কারােনা রােগে আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যুর পর শেষকৃত্যে করার জন্য কেউ এগিয়ে না এলে বদরপুর প্রেস ক্লাবের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করবেন ।