সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৈশ কার্ফু উপেক্ষা করে চা-স্টল, গলিপথে আড্ডা, ঝুম বদরপুরে।

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৮ মে ২০২১ শনিবার

মালুয়া ক্রিকেট খেলা! সামাজিক দূরত্ব সামাল দিতে ব্যর্থ প্রশাসন ।দর্শকের ভূমিকায় বদরপুর পুলিশ ।

ঢিলেঢালা অবস্থায় চলছে বদরপুর এলাকায় নৈশ কার্ফু । সরকারি নিষেধাজ্ঞা তেমন কেউ মানছে না। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। রাস্তায় যাত্রীবাহী গাড়ি ছাড়া প্রায় সব ধরনের যানবাহন দেখা যাচ্ছে। রাতেও মানুষ ঘর থেকে বের হচ্ছে। বাজারে মানুষকে ঠেলে সামনে যেতে হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যে এগিয়ে যুবকরা। তাদের অনেকেই দিনে-রাতে প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে।পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও যুবকদের ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখনই এদের নিয়ন্ত্রণ করতে না পারলে মহামারী প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব পালনের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ কঠোর হওয়ার পরামর্শ তাদের।তাদের দিকে পুলিশের একটু নজর দিতে আহ্বান জানাচ্ছেন সচেতন মহল। না হলে মাঠে মার খাবে যার জন্য নৈশ কার্ফু ঘোষণা করা হয়েছে বলে মত তাদের। শনিবার বদরপুর থানার অন্তর্গত মালুয়া বিকালে দেখা গেলো ক্রিকেট খেলছেন একাংশ যুবক সামাজিক দূরত্ব সামাল দিতে ব্যর্থ প্রশাসন । দর্শকের ভূমিকায় বদরপুর পুলিশ । করোনা আমাদের আসবে না, অসচেতনতার অভাবে অনেকের মুখে এমন কথাও শুনা যায়। কিছু সচেতন মানুষ নৈশ কার্ফুর নিয়ম নীতি মানলেও অধিকাংশ নিয়ম বহির্ভূত কাজ করছেন। একে তো বদরপুর এলাকায় হাতে গুনা পুলিশ কনস্টেবল। এদের সামনে দিয়ে দিব্যি চলা ফেরা করছেন সাধারণ জনগণ। এদিকে নিস্তব্ধতা ছেয়ে গেছে সরকারী কার্যালয় থেকে শুরু করে বদরপুর ব্লক আওতাধীন হাট-বাজার গুলিতে। যেহেতু করোনা ছোঁয়াচে রোগ। এতে স্থানীয় মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সচেতন মানুষ প্রশাসনের দৃষ্টি কামনা করেন।