সোনিয়া তাসনিম খানের কবিতা-যদি পাড়ি দিতে হয়
সোনিয়া তাসনিম খান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রোববার
যদি পাড়ি দিতে হয়
কলমে- সোনিয়া তাসনিম খান
যদি পাড়ি দিতে হয়
শেষ খেয়াখানি,
যাবার লগ্নে কেবল
এতটুকু জানি।
অগোছাল হিসেব যত
রইল পড়ে,
ভাসায়ে বেদনা সব
তব আঁখি পরে।
মিটবে যে লেনদেন
মলিন সে পাটে,
শূণ্য পড়ে রবে
রিক্ত সেই ঘাটে।
না রেখে আফসোস
শোধ করে ঋণ,
বাজবে বিদায়ী বাঁশি
বিরহী সেই বীন।
সেই শেষ লগনেতে
রেখ মোরে মনে,
যতনে আগলে রেখ
হৃদয়ের কোণে।