মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডঃ মহঃ তোহা সেখের কবিতা-`মানব সন্তান`

ডঃ মহঃ তোহা সেখ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২২ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

মানব সন্তান
          ডঃ মহঃ তোহা সেখ 

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

হিন্দু মুসলমান তাওবাদ জৈন ইহুদি বাহাই বুঝিনাকো শিন্তো  খ্রিষ্টান
মহাজাগতিক আকাশ বাতাস বিশ্ব গ্রহে মানবই সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সন্তান
কালো ধলো জাতপাত ধর্ম রাখি না নিজের মহান উচ্চতার দাবি
মনুষ্য কুলে জন্ম সকলকে সম্মান ভালোবাসিব কেবল এটাই ভাবি 
ঘুরন্ত কালে থাকে না কোন চিহ্নিত টুপি দাড়ি পাগড়ী টিকি তিলক
বলতে পারো এরা হিন্দু-মুসলিম খ্রিষ্টান শাক্ত কোন ধর্মের চালক
জন্মকালে শিশুর নাম রাখি আকাশ সৃষ্টি সুন্দর সুন্দরী গ্রহ বিধান
ধর্মের ব্যবসায়ীরা বল দ্রুজ জেন বৌদ্ধ নাসারী কনফুসী না 
মুসলমান 
কারবারীদের জিজ্ঞাসা করি নবাগত শিশু ছিল কোন ধর্মের জাত
সেই নিষ্পাপ নবজাতক সরল সদ্যশিশু ছিল নাকি সকল ধর্মের সাথ 
ধর্ম আনেনি মানুষ মানুষই এনেছে ধর্ম রসদের রং রঙ্গিলের 
বেড়াজাল 
গদি লোভী ধর্মের বক্ষ ভূমিতে চাষ বুনে ক্ষমতার ধরে রাখে হাল।