‘রাজনীতির মতো শ্রমিক আন্দোলনও বাণিজ্যে পরিণত হয়েছে’
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
রাজনীতির মতো শ্রমিক আন্দোলনও এখন বাণিজ্যের বিষয়ে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার (নভেম্বর ০৮) তোপখানা রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, রাজনীতির মতো শ্রমিক আন্দোলনও এখন বাণিজ্যের বিষয়ে পরিণত হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের অসংখ্য ফেডারেশন থাকলেও, গার্মেন্টস শ্রমিকদের পক্ষে দরকাষাকষির সে ধরনের সংগঠন, আন্দোলন ও নেতৃত্ব নাই। এ কারণেই গার্মেন্টসের মালিকদের সংগঠন বিজেএমইএ ওয়েজবোর্ডের সুপারিশে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে তাদের বেসিক বেতন কমিয়ে দিতে সক্ষম হয়েছে। পাটকল শ্রমিকদের হপ্তা মাসের পর মাস বাকি আছে।
বুধবার তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি পলিটব্যুরোর সদস্য বিশিষ্ট শ্রমিকনেতা আবুল বাশারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা ও স্মরণসভায় আয়োজন করা হয়। স্মরণসভার শুরুতে মহান অক্টোবর বিপ্লবকে স্মরণ করে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রতি পার্টির আনুগত্যের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আবুল বাশার স্মরণে মেনন বলেন, তিনি এদেশের শ্রমিকদের তাদের অর্থনীতিবাদী আন্দোলনের গণ্ডি থেকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছিলেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানকালে চট্টগ্রামের শ্রমিকদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত করেছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড.সুশান্ত দাস, নুরুল হাসান, মাহামুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য কমরেড শরীফ সমশির ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান।
জাহো/আরআই