মোঃ ইজাজ আহামেদ-Md Ejaj Ahamed
মোঃ ইজাজ আহামেদ-এর কবিতা `জীবন`
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
জীবন
মোঃ ইজাজ আহামেদ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
জীবনটা এক যাত্রা পথ;
সেই যাত্রায় চলতে গিয়ে
কখনো পাওয়া যায় মসৃণ পথ,
কখনও এবড়োখেবড়ো পথ,
কখনও দুর্গম গিরি পথ;
মসৃন পথে তো একটি বাচ্চা ছেলেও নির্বিঘ্নে হাঁটতে পারে;
হাঁটতে হবে, পার হতে হবে
সেই দুর্গম অসমতল গিরিপথ,
কখনও উষ্ণ মরুপথ,
তবেই তুমি হতে পারলে বড়ো মানুষ,
নইলে তো হয়ে রইলে ছেলে মানুষ।
মানুষের বাইরে আজ কৃত্রিমতা বিরাজ করছে;
অন্তরে জয় করার প্রচেষ্টা স্রিয়মান হয়ে যাচ্ছে;
অবসাদের চোখের জলে বিবেক ঝাপসা হয়ে আসছে;
তাইতো কৃত্রিমতার হাসি ঠোঁটের কোণে নিয়ে
আত্মহত্যার জগতে পাড়ি দিচ্ছে
অকালে অগণিত মানুষ;
কৃত্রিমতার কাছে হেরে যাচ্ছে মানুষ।
হাসি -কান্না, সুখ -দুঃখ, খুশি - অবসাদ, টেনশন-
এগুলো নিয়েই তো জীবন;
নেগেটিভ অনুভূতি, নেগেটিভ চিন্তা জয় করতে হবে;
নেগেটিভ অনুভূতিগুলো আছে
বলেই পজিটিভগুলোর মূল্য রয়েছে।
এই বোধগুলো মানুষের স্মৃতিপট থেকে
বিস্মৃতি হয়ে যাচ্ছে যেন ধীরে ধীরে।