খয়রাশোলের ২টি গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম উভয় পক্ষের ৩জন
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১১ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার
বীরভূমের খয়রাশোলের ২টি গ্রামের পৃথক ২টি ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনল। যখম উভয়পক্ষই হাসপাতলে ভর্তি । প্রথম ঘটনাটি ঘটে খয়রাশোলের বেলেডাঙ্গা গ্রামে। বিজেপি কর্মী রঞ্জিত বাউরি ও তার দিদি শ্যামলী বাউরি অভিযোগ করেন তারা গ্রামের একটি কীর্তনের আসরে গেছিলেন। সেখানে তাদের তৃণমূল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই ওই বিজেপি কর্মীদের মারধর করেন তৃণমূল কর্মীরা বলে অভিযোগ বিজেপি কর্মীদের।বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই বিজেপি কর্মী।
অপরদিকে খয়রাশোলের বাঘাশলা গ্রামেও তৃণমূলের সাথে বিজেপির ঝামেলা বাধে । বাঘাসোলা গ্রামের তৃণমূল কর্মী সন্ন্যাসী বাগদি অভিযোগ করেন তারা বাড়িতে থাকাকালিন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা তার বিজেপি কর্মীদের নিয়ে ভোট প্রচারে আসেন। তারা তৃণমূল কর্মী সন্ন্যাসী বাগদিকে বিজেপি করার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় । এরপরই বিজেপি কর্মীরা বিজেপি প্রার্থী অনুপ সাহার সামনেই তৃণমূল কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন তৃণমূল কর্মী সন্ন্যাসী বাগদি । ফলে জখম হন ওই তৃণমূল কর্মী। যখম ওই তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নাকরাকন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন।