শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশিমনগর NAJ হাইস্কুলে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা, পূর্ব-বর্ধমান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৮ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ইতালিয় স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত কাশিমনগর NAJ হাইস্কুলে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হল। মিশনে ক্যালকাটা অনলুস নামে এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে কাশিমনগর হাইস্কুলে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করায় খুশির হাওয়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে। 

   ফিতে কেটে এই পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাটির শুভ সূচনা করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের তরফে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন ১৯২৭ খ্রিস্টাব্দে স্থাপিত এই বিদ্যালয়টিতে পরিস্রুত পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। মিশনে ক্যালকাটা অনলুসের ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর রাখী ব্যানার্জি বিদ্যালয় কর্তৃপক্ষকে এই পানীয় জলের ব্যবস্থা প্রদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করা হয়ে থাকে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এসেছে এই সংস্থাটি। এর আগেও এই কাসেমনগরের দুটি বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং কিয়স্ক প্রদান করা হয়। এরপর কাশিমনগর NAJ হাইস্কুলে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করায় কাশিমনগর NAJ হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর হরপ্রসাদ বৈরাগ্য সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর রাখী ব্যানার্জিকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।