মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রিয় আমি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৯ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার

বাঁচতে শিখেছি নিজের মতো

স্বপ্ন বুনেছি নিজের করে,

স্বর্ণরেণু রামধেনু মনকে আটকে রাখে কে?

সে তো মিশে গেছে;

হারিয়েছে প্রতি নিয়ত

প্রচুর মানুষের ভিড়ে

রঙিন উড়ু মন! সে তো কথা দিয়েছে নিজেকে,

নিজের সব স্বপ্ন সে সত্যি করবেই---

নীল আকাশের সে

মুক্ত পাখির মতো উড়বেই।

বাঁচতে শিখেছি নিজের মতো

স্বপ্ন বুনেছি নিজের করে,

স্বর্ণরেণু রামধেনু মনকে আটকে রাখে কে?

সে তো মিশে গেছে;

হারিয়েছে প্রতি নিয়ত

প্রচুর মানুষের ভিড়ে

রঙিন উড়ু মন! সে তো কথা দিয়েছে নিজেকে,

নিজের সব স্বপ্ন সে সত্যি করবেই---

নীল আকাশের সে

মুক্ত পাখির মতো উড়বেই।