শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিলচরে শিক্ষাধিকারিকের কার্যালয় ঘেরাও প্রাথমিক শিক্ষক সম্মিলনীর

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষকের পদ চাই। তাছাড়া সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রধান শিক্ষক ও স্নাতক শিক্ষকদের গ্রেড পে ৮৭০০ টাকা করতে হবে। এমনকি সপ্তম বেতন কমিশন অনুসারে ৩ বছরের আরওপি নির্দেশমতো পূরণ করা হয়নি। এসব দাবিদাওয়া নিয়ে রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার কাছাড় জেলায়ও প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয় তিন ঘণ্টার জন্য ঘেরাও করল শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী।সম্মিলনী চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি নিঃস্বার্থভাবে নিয়মিত করারও দাবি জানিয়েছে। এ নিয়ে ২০ জানুয়ারি রাজ্য কমিটির এক সভার মাধ্যমে সরকারকে একটি স্মারকপত্র দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সরকার গা করেনি। এরপরই প্রাথমিক শিক্ষকরা ২৪ জানুয়ারি থেকে মিড ডে মিল বন্ধ করে দেন। টানা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও মিড ডে মিল সরবরাহ করা হয়নি।

সম্মিলনীর কাছাড় জেলা সম্পাদক ফয়জুর হক মাঝারভূঁইয়া বলেন, এমনিতে একদিন কোনও কারণে একদিন মিড ডে মিল বন্ধ হলেই সরকার কড়া ব্যবস্থা নেয়। সংবাদ মাধ্যমেও এ নিয়ে অনেকেই মুখ খোলেন। কিন্তু টানা এতদিন মিড ডে মিল বন্ধ থাকার পরও সরকার একটি কথাও বলেনি। এতেই বোঝা যায়, এই শিশুদের প্রতি সরকারের দরদ কতটা। কিন্তু সম্মিলনী পরবর্তীতে শিশুদের কথা চিন্তা করেই মিড ডে মিলকে আন্দোলন কর্মসূচির বাইরে রাখে। তিনি জানান, সম্মিলনী তিনদিন রাজ্যজুড়ে অসহযোগ আন্দোলন কর্মসূচিও পালন করেছে। তাতেও শিক্ষা বিভাগ ব্যবস্থা না নেওয়ায় এ বার প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয় ঘেরাও করা হয়।