করিমগঞ্জে অশীতিপর ভোটারদের বাড়ি যেতে বিএলওদের নির্দেশ
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ভোটদানের নির্দিষ্ট দিনের আগেই বিএলও (বুথ লেভেল অফিসার)-দের নিজ নিজ এলাকায় থাকা আশি বছরের উর্ধ্বের ভোটার, শারীরিকভাবে সক্ষম ভোটারদের বাড়ি ভালোভাবে জেনে নিতে হবে । বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিএলও এবং সেক্টর অফিসারদের দুটি পর্যায়ে এক প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয় । জেলার ১০১১ জন বিএলও এবং ৮১ জন সেক্টর অফিসারকে এই প্রশিক্ষণ প্রদান করা হয় । মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ড.অঞ্জন দত্ত, পবিত্র দেব প্রমুখ এদিনের প্রশিক্ষণে বিএলও দের দায়িত্ব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় ।বিএলও দের হাতে এদিন তাদের এলাকার ফর্ম তুলে দেওয়া হয় । পাশাপাশি তাদের এলাকায় থাকা আশি বছরের উর্দ্ধের ভোটার এবং শারীরিক ভাবে সক্ষম ভোটারদের এক তালিকা নির্দিষ্ট বিএলও দের হাতে তুলে দেওয়া হয় । সভায় সকল বিএলও দের জানানো হয় নির্বাচন ঘোষণার সাথে সাথে ফর্মগুলি নির্দিষ্ট ভোটারের কাছে পৌঁছে দিতে হবে । ফর্ম দেওয়ার সময় সেই সব ভোটারদের কি ভাবে ফর্ম পূরণ করতে হবে সে ব্যাপারে সাহায্য করতে জানানো হয় । সেই ফর্মগুলি নির্বাচন ঘোষণার দিন থেকে পাঁচ দিনের মধ্যে সংগ্রহ করে জমা দিতে হবে ।
অন্যদিকে সেসব ভোটারদের ফর্মের সাথে কি কি নথি জমা দিতে হবে তা জানিয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণে বলা হয় । বিএলওরা ফর্ম জমা দেওয়ার পর পোস্টাল ব্যালট সেল থেকে ফর্ম ও নথি যাচাই করে পোস্টাল ব্যালট ইস্যু করা হবে । অর্থাৎ নির্বাচনে বিএলও দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । সুতরাং তাদের নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে আহ্বান জানানো হয় । তাছাড়া বিএলওদের সেক্টর অফিসারদের সাথে সময়ে সময়ে যোগাযোগ করতে বলা হয় ।