শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড

রিকু আমির

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

 

গত ১৫ বছরের মধ্যে এ বছরই (৭ নভেম্বর পর্যন্ত) ডেঙ্গু জ্বরে সবচেয়ে বেশি রোগীর আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে এ বছর মোট মৃতের সংখ্যা ২৩ জন। যার মধ্যে শিশু ৯ জন, যাদের বয়স ১০ এর নিচে।

হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ও চিকিৎসক আয়েশা আক্তার জাগরণকে বলেন, ২৩ জনের মধ্যে ১৫ জন ডেঙ্গু হেমোরেজিক জ্বর এবং অন্য ৮ জন ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মারা যান।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক আবদুল আজিজ জাগরণকে বলেন, স্বভাবতই শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এ কারণে তারা ডেঙ্গুতে আক্রান্ত হলে অসুস্থতার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে শিশু মৃত্যুঝুঁকির আশঙ্কাও বাড়ে।

কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, ১৫ জুলাই ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মৃত্যু হয় ১ বছর ৭ মাস বয়সী আরিয়ানের। এরপর ৩ বছর ৮ মাস বয়সী প্রাপ্তি সরকার ঢাকা শিশু হাসপাতালে, ৯ বছরের তাহমিদ শিশু হাসপাতালে, ২ বছরের শ্রেষ্ঠা ঘোষ ইউনাইটেড হাসপাতালে, ৫ বছরের আমিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ বছর ৩ মাস বয়সী আরাফাত ইসলাম স্কয়ার হাসপাতালে, ২ বছরের সাফায়েত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে, তিন বছর ১ মাস বয়সী সুমাইয়া এবং ১ বছর ৫ মাস বয়সী হাফিজের মৃত্যু হয় স্কয়ার হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়- ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কোনো বছরই ২৩ জনের মৃত্যু ও সাড়ে আট হাজারেও বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। সর্বোচ্চ ১৪ জন ছিল ২০১৬ সালে। ২০১৬ সালে ৬ হাজার ৬০ জন আক্রান্ত হলেও মৃত্যুবরণকারীর সংখ্যা ছিল ১৪ জন। এবারই দেখা গেল- আক্রান্তের সংখ্যা অনুপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

আরএম/আরঅাই/এমটিআই