ঐক্যফ্রন্টের রাজশাহী রোডমার্চ বাতিল
জাগরণ প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৭:২২ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
ফাইল ছবি
ঘোষণা দিলেও শেষ পর্যন্ত রোডমার্চ কর্মসূচি বাতিল করলো জাতীয় ঐক্যফ্রন্ট। তবে শুক্রবার রাজশাহীর জনসভা কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। রাজশাহীর সাহেব বাজারের গনকপাড়া মোড়ে এ জনসভা হবে বলে দৈনিক জাগরণকে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জোটের জনসভায় ঘোষণা দেয়া হয়- রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচি করবে ঐক্যফ্রন্ট। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষেও বুধবার বিকাল ৪টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে রোডমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সংবাদ সম্মেলনের ১ ঘণ্টার মাথায় রোডমার্চ কর্মসূচি বাতিল করা হয়।
এর আগে সংসদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সাতদফা দাবিতে রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। যাত্রাপথে বেশ কয়েকটি স্থানে পথসভা করারও সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়দফা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনেও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা আন্দোলনে আছি। রোডমার্চ কর্মসূচি থাকছে। রাজশাহীতে সমাবেশও হবে। সংলাপ আমাদের আন্দোলনেরই অংশ। যে সমস্যা তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। সরকার যদি তা না চায়, তার দায়ভার তাদের। আমরা আমাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি।’
এরপর সন্ধ্যায় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দৈনিক জাগরণকে জানান, ‘রোডমার্চ কর্মসূচি হচ্ছে না। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নিজেদের মতো করে রাজশাহীতে আগামীকালের (শুকবার) জনসভায় অংশ নেবেন। এটা বিএনপি মহাসচিব আমাকে জানিয়েছেন।’
জানা যায়, রাজশাহীতে বৃহস্পতিবার রাতযাপন করে শুক্রবার সাহেব বাজার গণকপাড়া মোড়ে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের এই কর্মসূচি রেখেছে। এ ছাড়া বৃহস্পতিবার তফসিল ঘোষণা হলে রোববার নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
রোডমার্চ না হওয়ার কারণ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতা জানান, রোডমার্চের জন্য যে প্রস্তুতি থাকা দরকার পুলিশি ধড়পাকড়ে তা নেয়া সম্ভব হয়নি। বিভিন্ন পথসভায় অংশ নেয়ার মতো নেতাকর্মী এই মুহূর্তে আমরা যোগান দিতে অপারগ। তা ছাড়া শারীরিক অসুস্থতার কারণে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নেতা সড়কপথে এতদূর রোডমার্চ করে যেতে না পারার কারণে রোডমার্চ কর্মসূচি বাতিল করে শুধু জনসভা কর্মসূচি রাখা হয়েছে।
এফসি/এমটিআই