বিধানসভা নির্বাচনের আগে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
মালদা:
২০২১ বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলার মানিকচক থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার । রবিবার মানিকচক থানার পুলিশ ও মালদা স্পেশাল টাস্কফোর্স এর থ উদ্যোগে অভিযান চালায় মথুরাপুরের সংঙ্করটোলা গ্রামের ফুলহর নদীর ধারে গোপন সূত্রে খবর পেয়ে । পুলিশ অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল টাস্কফোর্স এর আধিকারিকরা ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে , যাদের কাছ থেকে উদ্ধার হয় ৫ সেভেন এম এম পিস্তল ও ৯০ রাউন্ড কার্তুজ ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি মালদার রতুয়া থানা এলাকায় নাম ঝাঁকসু চৌধুরী ও সোনাচাদ চৌধুরী এবং একজনের বাড়ি বিহারের কাটিহার জেলায় আমদাবাদ গ্রামে নাম সাইয়েদ সুলতান আহমেদ ।পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ৩ দুষ্কৃতী মানিকচকের বড়োসড়ো অপরাধমূলক কান্ড বা পাচারের করতে এসেছিলেন কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তা বানচাল করে। পুশিল সূত্রের আরো জানা গিয়েছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলিশ বিহারের মুঙ্গের থাকে আনা হয়েছিল ।ধৃত ৩ দুষ্কৃতিকে পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে ।