শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনগর বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার


বীরভূমের রাজনগর বালিকা বিদ্যালয়ে রাজনগর ব্লকের উদ্যোগে
এই প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হল। এই শিবিরে এলাকায় যেসব প্রতিবন্ধী রয়েছেন তাদের চোখ, কান ও হাড় এই তিনটি ক্ষেত্রে সনাক্তকরণ করার ব্যবস্থা করা হয় । রাজনগরের বিডিও শুভদীপ পালিত ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু এবিষয়ে জানিয়েছেন প্রতিবন্ধী মানুষদের পরীক্ষা করে তাদের সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পরবর্তীতে এসব প্রতিবন্ধী মানুষকে মানবিক ভাতা প্রদান করা সম্ভব হবে । এদিন যেসব প্রতিবন্ধীদের শনাক্তকরণ করা হল তাদের দিন সাতেকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান তাঁরা। এদিন এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগরের জয়েন্ট বিডিও শুভাশিস ভট্টাচার্য, সিউড়ি সদর হাসপাতালের সুপার শোভন দে, বিশেষ প্রশিক্ষিকা অপর্ণা দাস, রাজনগর বালিকা বিদ্যালয়ের প্রধান  শিক্ষিকা পূর্ণিমা দাস সহ বহু বিশিষ্ট জনেরা।